➖
গাজী জহিরুল ইসলাম◾
আজকের সমাজে মানুষ যেনো রক্ত-মাংসের প্রাণী নয়, জম্বি। এক অন্ধকার ঘোরের মধ্যে হারিয়ে গেছে মানবিকতা, মূল্যবোধ আর ন্যায়বোধ। কোথাও কোনো ইস্যুতে কারো মৃত্যু হবে—তার আগাম বার্তাও যেন নেই। কারণ এখানে মৃত্যু স্বাভাবিক, হত্যা যেন ছলনার খেলা।
কেন মরবে? কে মারবে? কেন মারবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রতিদিন হোঁচট খাই। কিন্তু উত্তর নেই। কারণ, এখানে কোনো আইন নেই। অপরাধীর শাস্তি নেই। অন্যায়ের বিচার নেই। এখানে আছে শুধু ভয়হীনতার এক নির্মম বাস্তবতা।
আমাদের সমাজের রাস্তাঘাট যেন মৃত্যুর ফাঁদ। প্রতিটি মোড়ে লুকিয়ে আছে বিপদ। যেনো জীবন বাঁচাতে নয়, বরং কেড়ে নেওয়ার প্রতিযোগিতা চলছে। একসময় মানুষ মানুষকে ভালোবাসত, বিশ্বাস করত। কিন্তু এখন মানুষই মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ।
আমরা কি এমন একটি সমাজ চেয়েছিলাম? যেখানে মানবতা অবহেলিত, যেখানে মানুষই মানুষের শত্রু? এই অস্থিরতা, এই অনিরাপত্তা—সবকিছু মিলিয়ে আমাদের সামনে একটাই প্রশ্ন: আমরা কি আদৌ নিরাপদ?
সমাজের এই অনিশ্চয়তার অবসান ঘটাতে হলে মানবিকতার চর্চা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। মানুষকে মানুষ হিসেবে বাঁচতে দিতে হবে। তবেই মানুষ আর জম্বি হয়ে উঠবে না। তবেই সমাজে ফিরে আসবে শান্তি।
লেখক: গাজী জহিরুল ইসলাম গণমাধ্যম কর্মী
দ.ক.জহিরুল