➖
নিজস্ব সংবাদদাতা◾
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে শিশু বাচ্চার ঝগড়াকে কেন্দ্র করে শুকদেবপুর মহাজন বাড়ি জামে মসজিদে পাশের বাড়ির লোকেদের আসা যাওয়ার পথ বন্ধ করে দিলেন অত্র মসজিদের দাতা মরহুম আঃ রশিদ মিয়ার পুত্র ও সাবেক সেনা সদস্য মোঃ ফরিদ মিয়া।
গতকাল মঙ্গল বার ১২ নভেম্বর বিকেলে পাশ্ববর্তি বাড়ির মৃত তাহির মিয়ার ছেলে মোঃ কামরুল মিয়ার শিশু বাচ্চাকে কেন্দ্র করে একি গ্রামের সাবেক সেনা সদস্য ফরিদ মিয়ার বাক বিতন্ডতা সৃষ্টি হয়। এতে এক পর্যায়ে ফরিদ মিয়া ক্রুদ্য হয়ে কামরুল মিয়ার বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বাশ দিয়ে আটকিয়ে দেন। যে রাস্তা দিয়ে কামরুল মিয়া সহ মরহুম আকছির মিয়ার বাড়ির আরও ছয়টি পরিবার এবং শরীফপুর গ্রামের ৩০/৪০টি শিশু প্রত্যহ মক্তব এবং মসজিদে আসা যাওয়া করতো সে পথ এখন বন্ধ! এতে সকাল বেলা শিশুদের মক্তব পড়ায় যেমন ব্যঘাত ঘটছে তেমনি মসজিদে জামাতের সহিত নামাজ আদায়ে বঞ্চিত হচ্ছেন সাতটির মতো পরিবার।
উল্লেখ্য যে, শুকদেবপুর দোকানঘর এলাকায় কামরুল মিয়ার একটি চায়ের দোকান আছে। কামরুল মিয়ার শিশু বাচ্চাটি মক্তব ছুটির পর বাবার দোকানে আসার সময় শিশুটি মসজিদের বেড়া ডিঙ্গিয়ে আসা যাওয়া করতো। এটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঝগড়ার সুত্রপাত।
অথচ জানা যায় যে, এই রাস্তার সাথে সম্পৃক্ততা আছে সাবেক শুকদেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি ও চুনারুঘাট উপজেলা সমাজকল্যাণ অফিসের নিজস্ব স্থাপনার সাথে।
মোঃ ফরিদ মিয়ার এই অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডের জন্য সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা করছেন ভোক্তভোগি মোঃ কামরুল মিয়া।
দ.ক.বিবাদ