1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই অগ্নিকাণ্ডের পর টানা ৫০ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক হলো জেলার বিদ্যুৎ সরবরাহ চেতনায় কল্পনায় এঁকেছেন নারীকে তিন কবি মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  সৌদির সঙ্গে বাংলাদেশের প্রথম প্রবাসী শ্রমিক চুক্তি শিগগিরই: আসিফ নজরুল কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত হবিগঞ্জে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আগামীকাল: এনসিপি আমি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত- সৈয়দ ফয়সল

শত বছরেও পাল্টায়নি চা শ্রমিকদের ভাগ্য; এবার ২২ আগস্ট থেকে মজুরি বন্ধ!

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

কালনেত্র প্রতিবেদন◾

সরকার পরিবর্তনের পর ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যানসহ আটজন পরিচালক পদত্যাগ করায় অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ফলে ছয় সপ্তাহ অধিক সময় ধরে মজুরি পাচ্ছেন না চা শ্রমিকরা।

 

এতে প্রতিদিন তারা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করায় বাগানের উৎপাদিত পাতাও নিলামে পাঠানো যাচ্ছে না।

 

ন্যাশনাল টি কোম্পানির ১৬টি বাগানের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রয়েছে চারটি। এসব বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে আসছেন।

 

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন চা শ্রমিকরা।

 

শ্রমিকরা জানান,৬ সপ্তাহ থেকে তারা কাজ করেও মজুরি না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ছেলে-মেয়ের মুখে খাবার তুলে দিতে পারছেন না। অনাহারে অর্ধাহারে থাকার পরও বাগান কর্তৃপক্ষ তাদের প্রাপ্য মজুরি দিচ্ছে না। এতে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তারা জানান যতদিন পর্যন্ত বকেয়া মজুরি দেয়া না হবে, ততদিন পর্যন্ত কাজে ফিরবেন না।

 

এনটিসির মালিকানাধীন ১৬টি চা বাগানের মধ্যে লস্করপুর ভ্যালির চণ্ডিছড়া, সাতছড়ি, তেলিয়াপাড়া ও জগদীশপুর চা বাগানে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। তারা দৈনিক ১৭০ টাকা মজুরি হিসাবে প্রতি সপ্তাহে হাজিরা পান। কিন্তু এনটিসির ১৬টি বাগানেই ২২ অগাস্ট থেকে অর্থ সংকটে মজুরি দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর থেকে শ্রমিকরা আন্দোলনে নামে এবং বাগানের চা নিলামে পাঠানো বন্ধ করে দেয়।

 

চুনারুঘাটের চারটি বাগানের কয়েক লাখ কেজি তৈরি চা আটকা পড়েছে আছে। বাগানে নষ্ট হচ্ছে লাখ লাখ কেজি কাচা পাতা।

 

চণ্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান বলেন, “বোর্ডের সমস্যার কারণে আমরা আর্থিক সংকটে ভুগছি। পরিচালনা পরিষদ পূর্ণাঙ্গ গঠন হয়ে গেলেই আমরা শ্রমিকদের মজুরি পরিশোধ করতে পারব।

 

অন্যদিকে দ্রুত সময়ের মধ্যে এবার তাদের বকেয়া বেতন পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ চা শ্রমিক জনতা।

 

দ.ক.চা/আ

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট