মোহাম্মদ সুমন◾
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পুজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের বাসুদেব মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন জামায়াত নেতৃবৃন্দ।
এসময় উপজেলা জামায়াতের আমীর আ.স.ম কামরুল ইসলাম বলেন- এতোদিন আমাদের জনগণ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিলো৷ আমাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংখ্যালঘু-সংখ্যাগুরু শব্দে বিশ্বাস করে না।
তিনি আরো বলেন- আমরা একটি সুন্দর, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্রগঠনে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করতে চাই। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহাসিক বন্ধন তা রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদা প্রস্তুত। আপনারা যেকোনো প্রয়োজনে ডাকলে আমাদের পাশে পাবেন। এসময় সংশ্লিষ্ট মন্দিরের নেতৃবৃন্দও জামায়াত নেতৃবৃন্দকে সাদরে গ্রহন করেন এবং কুশল বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা ইদ্রিছ আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারী মীর সাহেব আলী, পৌর শাখার সেক্রেটারী হাফেজ জুবায়ের আহমদ, মোঃ লোকমান হোসেন, জাহাঙ্গীর আলম, নূরে আলম, ডাঃ আব্দুল কাদির, আব্দুল মনাফ রানা, গোলাম কিবরিয়া, মোতাব্বির হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ চৌধুরী, মোঃ আলাউদ্দিন, সোহেল মিয়া, মোঃ বাবুল মিয়া, তোফায়েল আহমেদ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ এবং পৌরশাখার টিম সদস্যগণ।
দ.ক.সিআর-২৪