Best quality replica watches uk is swiss watch brands 1:1 fake watches, high-quality swiss movement.
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে সব সুপারশপে এবং ১ নভেম্বর থেকে সারা দেশের কাঁচাবাজারগুলোতে পলিথিনবিরোধী অভিযান চালানো হবে। এসময় পলিথিন ব্যবহার করলে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় পলিথিন ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও সম্ভাবনা বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন তিনি। পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।
পলিথিন ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবেই পলিথিনের ক্ষতির মাত্রা প্রমাণিত। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহার করা যেতে পারে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি, পলিথিন ব্যবহার বন্ধে অভিযানই করতে হবে না।
দ.ক.সিআর—২৪