1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে রোড ডাকাতির সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার

মীর জুবায়ের আলম
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

মীর জুবায়ের আলম◾

গত ০৬/০৯/২০২৪ খ্রিঃ রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় বাদী মছরুর আহমদ উনার মেয়ের জামাই ওমর মোস্তফা বিদেশ গমণে বিদায় দেয়ার জন্য সিলেট শহর হতে পরিবারের ৮ সদস্যসহ একটি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে রাত অনুমান ০৩.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বুধন্তী এলাকায় পৌঁছালে ডাকাত দলের একটি পিকআপ গাড়ী ও প্রাইভেটকারে করে ১০/১২ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র সহকারে যাত্রী বহনকারী মাইক্রোবাসটির সামনে ডাকাতদের ব্যবহৃত প্রাইভেটকার দিয়ে ব্যারিকেড দেয় এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে মাইক্রোবাসটির গ্লাস ভাংচুর করে গাড়ীর ভিতরে আরও ১০/১২ জন ডাকাত উঠে ড্রাইভারকে মারধর করে ড্রাইভিং সিট হতে ড্রাইভারকে নামিয়ে ডাকাতদের একজন নিজে ড্রাইভিং করেন এবং অন্যান্য ডাকাতরা গাদাগাদি করে মাইক্রোবাসের ভিতর বসে। মাইক্রোবাসের ভিতর যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত, মুখ ও চোখ ওড়না দিয়ে বেধে ফেলে এবং মাইক্রোবাসের ড্রাইভার ও বাদী মছরুর আহমদকে মারধর করে আহত করে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়ক হতে মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউপির সুরমা চা বাগানের ফয়েজাবাদ ডিভিশনের ১৩ নম্বর সেকশন পাকা সড়কের উত্তর পাশে কাচা রাস্তার উপর নিয়ে গাড়ী হতে নামিয়ে মাইক্রোবাসের যাত্রীদের সাথে থাকা (১) বিভিন্ন নোটের নগদ ৬৬,০০০/-টাকা এবং বিকাশের মাধ্যমে ১৫,২২৫/-টাকা, মোট ৮১,২২৫/-টাকা, (২) মোট ১০ ভরি ০২ আনা ওজনের স্বর্ণের অলংকার, মূল্য অনুমান ১০,২০,০০০/- টাকা এবং (৩) ০৮ টি মোবাইল ফোন, মূল্য অনুমান ২,৪৩,০০০/-টাকা। সর্বমোট লুণ্ঠিত মালামালের মূল্য অনুমান ১৩,৪৪,২২৫/-টাকা ছিনিয়ে নিয়ে ডাকাত সদস্যরা ০৬.০০ ঘটিকা সময় যাত্রীদের বাগানে বাঁধা অবস্থায় ফেলে রেখে ডাকাতরা তাদের গাড়ী নিয়ে চা বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়।

মামলাটি রুজু হওয়ার পর হবিগঞ্জ জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার  মোঃ রেজাউল হক খান  সার্বিক দিক-নির্দেশনায় নির্মলেন্দুচক্রবর্তী, সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল এর সার্বিক তত্বাবধানে মাধবপুর থানার অফিসার ইনচার্জ  আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে মাধবপুর থানার অফিসার ফোর্সগণ ঘটনার সহিত জড়িত ডাকাত সালমান উদ্দিন (৩৩)কে গ্রেফতার করে ০২ (দুই) দিনের রিমান্ডে আনিয়া জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মামলার ঘটনার সহিত জড়িত (১) মোঃ স্বপন মিয়া (৩১), পিতা-মৃত জলফু মিয়া, সাং-অলিপুর (পোস্ট-শাহজীবাজার), থানা- শায়েস্তাগঞ্জ, (২) জীবন চৌধুর (২৫), পিতা-আলেক চৌধুরী, সাং- বাকর নগর, ইউপি- ১১নং বাঘাসুরা, থানা-মাধবপুর, (৩) মোঃ নাছির মিয়া (৫৬), পিতা-মোঃ ছোয়াব আলী, ছায়েব আলী, সাং-আরিছপুর, থানা-মাধবপুর, সর্ব জেলা-হবিগঞ্জদের নাম ঠিকানা প্রকাশ করলে মাধবপুর থানার কয়েকটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান হতে উল্লেখিত আসামীদের গ্রেফতার করা হয়। আসামী মোঃ স্বপন মিয়ার হেফাজতে থাকা ডাকাতির সময় লুণ্ঠিত টাকা হতে নগদ ৩৪,০০০/-টাকা, A5 মডেলের স্যামসাৎ স্মার্ট ফোন, ০১ টি বাটন ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকার ও আসামী মোঃ নাছির মিয়ার হেফাজত হতে ০২ টি রামদা উদ্ধার করা হয়। অন্যান্য মালামাল উদ্ধার ও আসামী গেফ্রতারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে।

কেসিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট