হবিগঞ্জ প্রতিনিধি◾
হবিগঞ্জের বন্যা কবিল এলাকা পরিদর্শন করতে আসা অন্তর্বর্তীকালিন সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এর সাথে হবিগঞ্জের ছাত্রজনতার মতবিনিময় হয়।
অদ্য ২৩ আগষ্ট শুক্রবার সৈয়দা রিজওয়ানা হাসান নিজ উপজেলা চুনারুঘাটে সরকারি সফরে এসে বর্তমান বন্যা পরিস্থিতি ছাড়াও খোয়াই ও সুতাং নদী খনন এবং ধোষনের হাত থেকে রক্ষার নানাবিদ উপায় নিয়ে ছাত্র জনতার সাথে আলোচনা হয়। এছাড়াও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন, হাওরের উন্নয়ন কাঠামো সংস্কারসহ শহরে পুকুর খনন, খাল সংস্কার, সামাজিক বনায়ন আইন ও প্রতিটি প্রতিষ্ঠানে নার্সারি করা সহ উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে তিনি হবিগঞ্জ ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।
কে/সিআর/২৪