চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মাসুক ভূইয়া ওয়ার্ডবাসির পাশে থেকে সমাজের সেবামূলক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অসহায় অসুস্থ্য রোগিদের জন্য তহবিল সংগ্রহ করে সুচিকিৎসার ব্যবস্থা করিয়ে দেয়ায় অসংখ্য সুনাম আছে উনার। যেকারণে জনপ্রতিনিধি হলেও সেবক হিসাবেই তিনি সমাজে অধিক পরিচিত।
মোঃ মাসুক ভূইয়া সাহেব নির্বাচনের সময় ভোটারদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডে বসবাসরত প্রত্যেক মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করব। সবার সহযোগিতা নিয়ে একটি পরিকল্পিত ওয়ার্ড উপহার দিবো। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন, রাস্তার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিশুদের খেলাধুলার মাঠ, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নসহ নাগরিক সেবা ও অধিকার প্রতিষ্ঠা করব।
এসব প্রতিশ্রুতি নিয়ে উনার কাছে জানতে চাইলে মাসুক মেম্বার জানান, আমি ৫নং ওয়ার্ডবাসির খাদেম হিসেবে কাজ করে যাচ্ছি। এবং দায়িত্বের প্রতি আন্তরিক থেকেই আধুনিক ও পরিবেশবান্ধব ওয়ার্ড গড়ে তুলার চেষ্টা করছি। বিচার শালিসে প্রায় সমস্যাই সমাধানে সচেষ্ট আছি। জনসাধারণের জন্য সকল প্রকার সরকারী সুযোগ সুবিধা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি। ব্যক্তিগত তহবিল এমনিতেই আমার নাই তারপরও যা নিয়েই বের হই, শূন্য পকেটে বাড়ি ফিরি।
তবে ৫ নং ওয়ার্ডের জনসাধারণের সাথে কথা বললে তারা কালনেত্র প্রতিনিধিকে জানান, মাসুক মেম্বার নিরহংকারী মানুষ এবং তার কোন ব্যস্ততা নেই। আমাদের যেকোন অভাব অভিযোগ তিনি হাসিমুখে শোনেন। তাঁর আন্তরিক আচার ব্যবহারে আমরা সর্বসাধারণ’রা অনেক সন্তুষ্ট।
জনাব মাসুক মেম্বার সাহেব আমাদের আরও বলেন, আমি জনপ্রতিনিধি না থাকলেও ওয়ার্ডবাসির পাশে থেকে আমার এসব সহযোগিতা অব্যাহত থাকবে। এবং ৫ নং ওয়ার্ডকে মাদক ও দূর্নীতিমুক্ত একটি পরিচ্ছন্ন ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে সচেষ্ট থাকবো। ইনশাআল্লাহ্
কে/সিআর/স্বাক্ষাতকার/২৪