চুনারুঘাট প্রতিনিধি▪️ আলো মহিলা উন্নয়ন সংস্থাটি মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত একটি ক্ষুদ্রঋন দাতা প্রতিষ্ঠান। নারী উন্নয়ন, নারী উদ্যোক্তা ও কন্যাশিশুদের জন্য সঞ্চয়কৃত অর্থে বৈবাহিক ভবিষ্যত তৈরির এক কারিগর।
হবিগঞ্জের চুনারুঘাট সরকারী কলেজের সম্মুখে আলো মহিলা উন্নয়ন সংস্থাটির প্রধান কার্যালয় অবস্থিত। সংস্থাটির প্রধান নির্বাহী জনাব আবু ইউসূফ সাহেবও চুনারুঘাট পৌরসভার বাসিন্দা। ২০১৭ সাল থেকে সংস্থাটি সমাজের অবহেলিত নারীদের আর্থিক উন্নয়নে কাজ করে আসছে।
প্রান্তিক নারীদের স্বাবলম্বি হিসাবে গড়ে তুলতে সেলাই মেশিন, হাসমুরগি ও ছাগল লালনপালন বাবদ ঋণদান করে থাকে আলো। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় মহিলাদের ঋন দিয়ে থাকে সংস্থাটি।
এতে সমাজের নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীপেশার মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বি হয়ে গড়ে উঠছে অত্র প্রতিষ্ঠানের ১নং গাজীপুর ইউনিয়ন ব্রাঞ্চ ও অত্র পৌরসভার ব্রাঞ্চ এড়িয়ার অসংখ্য গ্রাহকরা। সর্বমোট প্রায় আড়াই হাজার গ্রাহক সেবা নিয়ে আসছেন আলো মহিলা উন্নয়ন সংস্থাটি থেকে।
প্রতিষ্ঠানটিতে ১জন সভানেত্রী, ১জন প্রধান নির্বাহী ও ব্রাঞ্চ ম্যানেজারসহ ২৯জন ষ্টাফ নিরলসভাবে সততা ও বিশ্বস্ততার সাথে ঋণদান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘ ৭ বছর যাবৎ।
সংস্থার প্রধান নির্বাহী জনাব আবু ইউসূফ সাহেবের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে, সংস্থাটি তাদের কর্মএলাকা আরও বর্ধিত করবেন এবং আরও ২টি ব্রাঞ্চ শুরুর প্রক্রিয়াধীন আছে।
চুনারুঘাটের উন্নয়নে উক্ত প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সকল গ্রাহকদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
কে সিআর/২৪