
পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর ও বালিগাঁও গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ইরাজ মিয়া (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার প্রধান আসামিসহ ৪ জন এজাহারনামীয় আসামিকে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহায়তায় গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪.০০ ঘটিকায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন— মামলার ১নং আসামি মো: আলাল মিয়া (৫৫), ৭নং আসামি মো: রেজাউল (৪৫), ১০নং আসামি মো: রফিকুল ইসলাম রফিক (৫২) এবং ১৫নং আসামি মো: হেলাল মিয়া (৫৫)। আসামিরা সবাই বালিগাঁও গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর (বালিগাঁও) এলাকায় বসবাস করে আসছিলেন।
গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বালিগাঁও ও ফরিদপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। উক্ত সংঘর্ষে ফরিদপুর গ্রামের মৃত হযরত আলীর পুত্র ইরাজ মিয়া (৫৫) গুরুত্বর আহত হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১১ জানুয়ারি লাখাই থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৫) দায়ের করা হয়, যার ধারাগুলো ছিল দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪।
লাখাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের একটি চৌকস দল ভৈরব এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনে।
আজ (১৫ জানুয়ারি) যথাযথ পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দ.ক.সিআর.২৫