
বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বক্তারপুর গ্রামের গফুর আলীর ছেলে আমজদ মিয়ার পক্ষ ও আইয়ুব আলীর ছেলে মুক্তার মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের অতিরিক্ত টহল ও উপস্থিতিতে বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
দ.ক.সিআর.২৫