
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের লামা পুটিজুড়ি এলাকায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার অপরাধে নানু মিয়া নামের একজনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। অভিযানকালে দেখা যায়, ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। পরে আইনের আওতায় এনে অভিযুক্ত ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় সহকারী কমিশনার ভূমি মাহবুবুল ইসলাম জানান, কৃষি জমির উপরিভাগের মাটি কাটলে জমির উর্বরতা নষ্ট হয়, উৎপাদন কমে যায় এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, কৃষি জমি রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানের ঘটনায় এলাকায় সচেতনতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃষি জমি রক্ষায় এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
দ.ক.সিআর.২৫