1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি  মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন

সিলেটে খালেদা জিয়ার শোক ব্যানার জোরপূর্বক অপসারণ, এলাকায় তোলপাড়

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

সিলেট ব্যুরো অফিস ::সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ব্যানার জোরপূর্বক অপসারণের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সহসভাপতি মঈনুল ইসলামের বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী এএইচএম জহিরুল হক (হিরু) দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ওয়ার্ডের বিভিন্ন স্থানে মোট ১০টি ব্যানার স্থাপন করেন। কিন্তু গত ৪ জানুয়ারি বালুচর নতুন বাজার এলাকায় যুবদল নেতা মঈনুল ইসলাম তার নেতৃত্বে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে সঙ্গে নিয়ে একটি শোক ব্যানার জোরপূর্বক খুলে ফেলেন—এমন অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে এএইচএম জহিরুল হক (হিরু) বলেন,আমার নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেতৃত্বের প্রতীক ও সফল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করাই যদি অপরাধ হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। পরিকল্পিতভাবে আমার ব্যানার খুলে ফেলা হয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, দেশনেত্রীর শোক ব্যানার অপসারণ একটি ন্যাক্কারজনক ও অমানবিক কাজ, যা মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি চরম অবমাননার শামিল। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মঈনুল ইসলাম পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। অভিযোগ রয়েছে, একসময় তিনি আওয়ামী লীগঘনিষ্ঠ হয়ে ৩৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের বহিষ্কৃত নেতা হিরণ মাহমুদ নিপুর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেন। বর্তমানে তিনি জেলা যুবদলের সহসভাপতি পদে রয়েছেন।

এএইচএম জহিরুল হক (হিরু) আরও বলেন, “আমি নিজ উদ্যোগে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক প্রকাশের ব্যানার স্থাপন করি। কিন্তু যুবদল লেবাসধারী মঈনুল নিজে উপস্থিত থেকে তার কিশোর গ্যাংয়ের মাধ্যমে ওই শোক ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনার সঙ্গে সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।”
তিনি অভিযোগ করে বলেন,

বিগত ৫ আগস্টের আগে মঈনুল জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপুর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল। তার অতীত ও বর্তমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী আজ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। প্রশ্ন জাগে—কোন সাহসে সে গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক ব্যানার ছিঁড়ে ফেলে?”

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র, শালীন রাজনীতি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছিঅভিযুক্ত আওয়ামী এজেন্ট মঈনুল ইসলামের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।”
এ এইচ এম জহিরুল হক (হিরু) ৩৬ নং ওয়ার্ড সিলেট সিটি করপোরেশন

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট