
হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও অসহায় এবং দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে পথের আলো স্বেচ্ছাসেবী সংগঠন । আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে বিদেশি কম্বল বিতরণ করা হয়।
সংগঠন প্রধান আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সুইটের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.ইউ ট্রাভেলসের স্বত্তাধিকারী মোঃ নুর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী ও মাদার লাভ এয়ার ট্রাভেলসের এক্সিকিউটিভ মোঃ শাহিন মিয়া এবং ফ্লাই বিডির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আঁখির উপস্থিতিতে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির নির্বাহী কমিটির নেতাগণ দরিদ্র ও অসহায়দের পাশে দাড়াতে সমাজের বিত্তবানদের আহবান জানান।
প্রধান অতিথি মোঃ নুর উদ্দিন বলেন, পথের আলো রাজারহাটে যে পরিমাণ সামাজিক ও মানবিক কাজ করছে। এটি উপজেলা থেকে জেলা পর্যায়ে মানবিকতার আলো ছড়াছে। তিনি আরও বলেন, পথের আলো যতদিন থাকবে ততদিন আমাদের সহযোগিতা ও ভালোবাসা সংগঠনের প্রতি অবিচল থাকবে।
উম্নতমাণের কম্বল পেয়ে সুবিধাভোগীরা বলেন, বাবা এই দামি কম্বল কোনা করি পায়া হামার অনেক উপকার হইল, তোমার গুলার জন্য দোয়া করি ও আরও আরও ভালো কাজ করো, আল্লাহ তোমার গুলার ভালো করবে।
শীতবস্ত্র বিতরণ সফল করতে সংগঠনের কিছু মেহমান ঢাকা থেকে আসেন এবং স্থানীয় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেন।
দ.ক.সিআর.২৫