
পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় ইঁদুরের বিষ (বুলেট) পান করে বাবুল দাস (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১নং ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল দাস ওই গ্রামের নারায়ণ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল দাস বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই বিষ খেয়ে আত্মহত্যা করবেন বলে পরিবারের লোকজনকে জানাতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরের দিকে তিনি ঘরে থাকা ইঁদুরের বিষ (বুলেট) পান করেন।
এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী শামসুল আরেফিন জানান, বিষাক্রান্ত অবস্থায় বাবুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করা হলেও অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দ.ক.সিআর.২৫