
নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাঁড়াশি অভিযানে চন্দ্রছড়ি ওরস উপলক্ষে মিরপুর বাজার এলাকায় জুয়া খেলার সময় ৮ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ওরসকে কেন্দ্র করে চলমান সব ধরনের গান-বাজনা ও কাফেলা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাহুবল মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার একটি চৌকস দল মিরপুর বাজারসংলগ্ন চন্দ্রছড়ি ওরস এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সরাসরি নেতৃত্ব দেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম। অভিযানকালে জুয়া খেলার সময় হাতেনাতে ৮ জনকে আটক করা হয়। এর আগে সন্ধ্যা থেকে ওরস এলাকাজুড়ে একাধিকবার অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে ভোরে পুনরায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—১) মোঃ সাকিল মিয়া (২০), পিতা-মজিদ মিয়া, গ্রাম-আলাপুর, শায়েস্তাগঞ্জ ২) লক্ষীনধর (৩০), পিতা-মৃত দীনেশ ধর, গ্রাম- নোলা চা বাগান, চুনারুঘাট ৩) মোঃ মোবাশ্বির (২৫), পিতা-মৃত আঃ রশিদ, গ্রাম- রামপুর, হবিগঞ্জ সদর ৪) মোঃ রুবেল মিয়া (৩০), পিতা-সুরুজ মিয়া, গ্রাম- পশ্চিম আব্দাকামাল, বাহুবল ৫) মোঃ হাবিজুর রহমান (১৮), পিতা-আশিক মিয়া, গ্রাম- খাগাউশ পাচগাঁও, চুনারুঘাট ৬) মোঃ মিলন আহমেদ কাউসার (২২), পিতা-মোঃ ছায়েদ মিয়া, গ্রাম – লামাতাসি, বাহুবল ৭) মোঃ সুরতব আলী (৬০), পিতা-মৃত আমির আলী, গ্রাম- হরিপাশা, বাহুবল ৮) আঃ রহমান (৩৫), পিতা-মৃত মতলিব, গ্রাম- লাকড়ীপাড়া, বাহুবল (সকলের জেলা—হবিগঞ্জ)
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “বাহুবলে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ, জুয়া কিংবা অসামাজিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ওরস বা যেকোনো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনবহির্ভূত কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “জনস্বার্থ ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে গান-বাজনা ও কাফেলা বন্ধ রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম কঠোর নজরদারিতে থাকবে।”
এদিকে পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা জানান, ওরসের নামে দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও অশালীন কার্যক্রম চলছিল। বর্তমান ওসি যোগদানের পর পুলিশের কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দ.ক.সিআর.২৫