
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। যার সিজার মূল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মঙ্গল বার ২৩ ডিসেম্বর জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে রাত আনুমানিক ০৩:০০ টার সময়ে একটি ট্রাক তল্লাশী করে মালিকবিহীন বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।
দ.ক.সিআর.২৫