
হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধি : সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য শান্ত মন্ডলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্বজনদের আহাজারি আর চোখের পানিতে ভারী হয়ে উঠে রাজারহাটের ছাটমাধাই গ্রাম।
জানা যায়, সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত কুড়িগ্রাামের রাজারহাট উপজেলার সেনা সদস্য শান্ত মন্ডল ও উলিপুরের মমিনুল ইসলামের মরদেহ আজ হেলিকপ্টারে করে পৌঁছায় উলিপুর হ্যালিপ্যাডে।
রবিবার সকাল থেকেই নিহতদের পরিবার ও স্বজনরা অপেক্ষায় থাকেন উলিপুর হ্যালিপ্যাড মাঠে। ঢাকা থেকে সকাল ১০টায় হেলিকপ্টার ছাড়ার কথা থাকলেও তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে মরদেহ পৌঁছাতে দুপুর আড়াইটা গড়ায়। বিকেলে আসরের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
উপজেলার ছাটমাধাই গ্রামের শান্ত মন্ডল ছিলেন মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মন্ডলের কনিষ্ঠ পুত্র। ২০১৮ সালে এসএসসি পাসের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের ড্রোন হামলায় প্রাণ হারান এই তরুণ। নিহত শান্ত মন্ডলের স্ত্রী দিলরুবা খন্দকার বৃষ্টি পাঁচ মাসের অন্তঃস্বত্বা। স্বামীর মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। বীর সেনা সন্তানের মৃত্যুতে শোকস্তবদ্ধ পুরো এলাকা। স্বজনদের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরাও। দেশের শান্তি রক্ষায় বিদেশের মাটিতে জীবন দেওয়া বীর সেনা চিরনিদ্রায় শায়িত হলেও রেখে গেলেন অগণিত অশ্রু আর গভীর শূন্যতা।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ছোট সস্তান হিসেবে তার মায়ের খুব আদরের ছিল শান্ত মন্ডল। তার বাবা নুর ইসলামের মৃত্যুর পর শান্তর মায়ের বড় ভরসা ছিল শান্ত। সৃষ্টিকর্তাই জানেন তার মা এখন কি নিয়ে বেঁচে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, সেনা কর্মকর্তা, সংসদ সদস্য পদপ্রার্থীগণ ও স্থানীয় জনসাধারণ।
উপজেলা নির্বাহী অফিসারসহ সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দ.ক.সিআর.২৫