
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রার্থীর ভাই সৈয়দ মোঃ শাহজাহান।
বুধবার (১৭ ডিসেম্বর) মাধবপুর উপজেলা নির্বাচন অফিস থেকে সৈয়দ ফয়সালের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সৈয়দ মোঃ শাহজাহান।
এ সময় সৈয়দ ফয়সালের সমর্থকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অপর দিকে, নির্বাচনী প্রচার প্রচারণাতে প্রার্থীর (এসএম ফয়সল) অনুপস্থিতি নিয়ে চলছে ভোটের মাঠে নানা গুঞ্জন। এমনকি গতকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চুনারুঘাট মাধবপুরের কোথাও সৈয়দ মোঃ ফয়সলকে দেখা যায়নি।
দ.ক.সিআর.২৫