
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও যানবাহন জব্দ করেছে। যার মোট সিজার মূল্য ১৭ লক্ষ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সোমবার (১ ডিসেম্বর) সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নিয়ে ১টি ডিআই গাড়ি তল্লাশী করে গোখাদ্যর বস্তার আড়ালে লুকিয়ে পরিবহনকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরাসহ যানবাহনটি জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১৭ লক্ষ ২০ হাজার টাকা।
জব্দকৃত পণ্য ও আটককৃত গাড়িটি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দ.ক.সিআর.২৫