
চুনারুঘাট প্রতিনিধি: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ অসহায় এক পরিবারের অর্থ সহায়তা করেছেন প্রবাসী চার বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসের কল্যাণে এক অসহায় বৃদ্ধ ও তার দুই ছেলেদের পাশে দাঁড়ালেনঃ- লন্ডন প্রবাসী মো: পারভেজ তরফদার, পর্তুগাল প্রবাসী মো: আনোয়ার হোসেন, মালয়েশিয়া প্রবাসী মো: সিরাজ আলী, সিঙ্গাপুর প্রবাসী মো: তুহিন রাকিব।
তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী । সবার আর্থিক অনুদান একত্র করে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের ৮০ বছরের বৃদ্ধ মো: আব্দুল হাসিম মিয়ার হাতে টাকা তুলে দেন ১নং গাজীপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মো:নুরুল ইসলাম (সাজল) ও জামায়াত নেতা মো: আতাউর রহমান (সিপন)
তারা আরো সহযোগিতার আশ্বাস দেন ওই অসহায় বৃদ্ধের পরিবারকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃদ্ধ আব্দুল হাসিম বলেনঃ- এই উপকারের কথা আমি কোনদিন ভুলবো না। যারা এই সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। অসহায় আব্দুল হাসিম মানুষের কাছে হাতপেতে দিনাতিপাত করে জীবনযাপন করছেন।
অসহায় আব্দুল হাসিমের দুইজন ছেলে সন্তান রয়েছে তাদের মধ্যে একজনের একটি হাত নেই নাম রহিম থাকে ব্যাবসা করার জন্য হাজার পাঁচেক টাকার মালামাল খরিদ করে দেওয়া হয় , আরেকজন অসুস্থ নাম জসিম গ্রামে ঘুরে ঘুরে আইস্ক্রিম বিক্রি করে জীবিকানির্বাহ করে থাকেন থাকেও আর্থিক সহযোগিতা করা হয় । তাই এই সহযোগিতা তাদের জন্য অনেক বড় কিছু। যারা এই বৃদ্ধ সহ পরিবারের দিকে এগিয়ে এসেছেন তাদের প্রতি তারা কৃতজ্ঞা প্রকাশ করেন।
দ.ক.সিআর.২৫