
কালনেত্র প্রতিবেদক
অপরাধ নির্মুলে পুলিশের নেতৃত্ব সবসমই চ্যালেঞ্জিং।সেই চ্যালেঞ্জ নিয়েই সমাজের মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, গুম-খুন এবং কিশোর গ্যাং সহ সব ধরণের অপরাধ নির্মুল করে সাধারণ মানুষকে নিরাপদ রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে চলে পুলিশ প্রশাসন। কেননা জনসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের। আর এজন্যই অপরাধ রোধে কঠোর চুনারুঘাট থানার ওসি মুহাম্মদ জাহিুদুল ইসলাম।
হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম গত অক্টোবর মাসের ৮ তারিখ আনুষ্ঠানিকভাবে চুনারুঘাট থানার দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “চুনারুঘাটের মানুষের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করছি। আশা করি চুনারুঘাট বাসী আমাকে সহযোগিতা করবেন।”
উল্লেখ্য, মোহাম্মদ জাহিদুল ইসলাম ইতিপূর্বে বাহুবলের পুটিজুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ, সিলেটের বিশ্বনাথ এবং ওসমানীনগর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইতিমধ্যে চুনারুঘাটে ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাামের নির্দেশনায় অপরাধমুক্ত উপজেলা গড়তে ১০টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮ ঘটিকার সময় চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চুনারুঘাট পৌরসভার বান্নিপার্ক রেস্টুরেন্টের সামন থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে ৬ কেজি গাজাসহ আটক করে। একই দিনে সকাল ১০ টায় পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের চুনারুঘাট চন্ডি মাজার গেইট থেকে ১৫ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
চুনারুঘাট উপজেলার সীমান্ত অঞ্চল দিয়ে যাতে মাদক পাচার রোধ করা যায় সেই দিকেও তিনি নজরদারি বৃদ্ধি করেছেন।
তিনি জানান, চুনারুঘাট থানার দায়িত্বে যতদিন আছি নিষ্ঠার সাথে কাজ করে যাব, ইনশাআল্লাহ
দ.ক.সিআর.২৫