বড়লেখা উপজেলা প্রতিনিধি: রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকে আব্দুর রউফ নামের বিএনপির এক নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেয়া নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
শনিবার (৮নভেম্বর) বিকেলে জায়ফরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এ উঠান বৈঠক আয়োজন করে।
ইউনিয়ন বিএনপি নেতা মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
জায়ফরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক আব্দুর রউফ তার নির্ধারিত বক্তব্য শেষ করার সময় তিনি ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এর সমালোচনা।
জুড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক রুমেল উদ্দিন বলেন, আমাদের সিনিয়র নেতারা বক্তব্য দেয়ার সময় তাদের সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার জন্য অনুরোধ করা হয়। আব্দুর রউফ ভাই আমাদের একজন সিনিয়র নেতা। তিনি বক্তব্য দেয়ার সময় সংক্ষিপ্ত করতে বলায় তিনি ভুলবশত জয় বাংলা বলে ফেলছেন। তবে তিনি তো ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে গত ১৭ বছর আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়েছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কিছু দোসর কিছু লোকের ছত্রছায়ায় তাদের দল পরিবর্তন করার চেষ্টা করছে। আব্দুর রউফ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন। বিএনপির সমাবেশে তার এমন বক্তব্য মেনে নেয়া যায় না।
স্হানীয়রা বলেন, নাসির উদ্দিন মিঠু সাহেবের সাথে জনগণের সম্পর্ক নাই।উনি টাকা দিয়ে মানুষদের মিটিং মিছিলে নিয়ে যান। উনার ব্যবহারে জনগন ক্ষিপ্ত। এই ব্যক্তি দ্বারা জনগন কোন উপকৃত হবে না।উনাকে বিএনপি মনোনয়ন দিয়ে ভূল করেছে।কারণ বিএনপির তৃণমূল নেতা কর্মীর সাথে উনার কোন যোগাযোগ নাই।
“জয় বাংলা” বলা বিএনপি নেতা আব্দুর রউফ কে ফোন কলে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়া যায়নি।