
কামাল হোসেন
তাঁতি দল নেতা, মাধবপুর, হবিগঞ্জ
শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য ও সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। যিনি শুধু বৃহত্তর সিলেট নয়— সারা বাংলাদেশের গর্ব। দলের কঠিন সময়ে আন্দোলনের মাঠে, সংগ্রামের প্রতিটি ধাপে যিনি ছিলেন নির্ভীক, অক্লান্ত ও আপোষহীন- তিনি শাম্মী আক্তার।
দল যখন বিপদে, তখন তিনি ছিলেন রাস্তায়; দল যখন বন্দি, তখন তিনি ছিলেন প্রেরণার প্রতীক। বিএনপির রাজনীতিতে এমন ত্যাগী, সৎ আর নিবেদিতপ্রাণ নেতা-নেত্রী কয়জন আছেন, সত্যিই ভাবায়।
আজ প্রশ্ন জাগে— বিএনপির মনোনয়ন পেতে হলে আর কোন কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়?
যিনি জীবন, সময়, শক্তি সবকিছু বিলিয়ে দিয়েছেন দলের জন্য তাঁর চেয়ে যোগ্য আর কে?
দ.ক.সিআর.২৫