
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চুনারুঘাট মধ্যবাজারে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট মোজাম্মেল চৌধুরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম ও পৌর যুবদলের রফিক তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মো: জালাল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঈনুল ইসলাম চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজ্জামেল চৌধুরী, যুবদলের বিপ্লবী যুগ্ন আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, আঃ কাদির সরকার, শফিক মিয়া, পৌরযুবদলের রফিক তালুকদার ও উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মো: আরিফুর রহমান আরিফ প্রমুখ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে হাজারো নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।
দ.ক.সিআর.২৫