
মনির সরকার: চুনারুঘাট: আমাদের গ্রাম আমরাই সাজাবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধ পাতিল গ্রামের “দুধপাতিল স্পোর্টিং ক্লাব”র উদ্যোগে কবরস্থানের আগাছা ও জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকালে মোঃ ওয়াসিম ও মোঃ মাসুক মিয়ার নেতৃত্বে এলাকার একদল যুবক প্রতি বছরের ন্যায় এবারও দুধ পাতিল কবরস্থানের জঙ্গল পরিস্কার করেন।
পরিচ্ছন্নতার সহযোগিতায় ছিলেন রবিন মিয়া, জসিম উদ্দিন, মো:তুহিন মিয়া, কবির মিয়া, রাজু মিয়া, মোঃ মুজিবুল হক, মোঃ নুরুল হক, মোঃ কবির, মোঃ জসিম ও মোঃ মামুন মিয়া সহ প্রমুখ।
স্থানীয় ব্যক্তি ফজলুর রহমান ফুলমিয়া (আর্মি) বলেন, দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় আগাছা ও ঝোপ-ঝাড়ে পরিপূর্ণ ছিলো কবরস্থানটি। এতে করে মৃত ব্যক্তিদের কবরে সমাহিত করতে স্বজনদের ভোগান্তি পোহাতে হতো। এ কারণে সবার অংশগ্রহণে এই উদ্যোগ হাতে নেয়া হয়। আশা করি, এখন আর কোন সমস্যা হবে না, মহতি এই কার্যক্রমে অংশগ্রহণকারী এলাকাবাসি ও যুবকদের সবাইকে ধন্যবাদ জানাই। যুবকদের এমন মহতি উদ্যোগের প্রশংসা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।
পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া আরেক ব্যক্তি মোঃ জসীম উদ্দীন বলেন, মৃত্যুর পর প্রত্যেক মুসলমানকে কবরস্থানে দাফন করা হয়। আর এটাই হয় আমাদের শেষ ঠিকানা। তাই আমরা কবরস্থানের পবিত্রতার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি।
আরেক যুবক মোহাম্মদ কাউসার বলেন, এটাইতো আমাদের শেষ ঠিকানা, এটা সুসজ্জিত রাখা আমাদেরই দায়িত্ব। তাই আমরা প্রতিবছর চেষ্টা করি এলাকার ছোট-বড় ভাই ও সহপাঠীদের নিয়ে বছরে একদিন হলেও কবরস্থান পরিষ্কার করতে।
কবরস্থান পরিচ্ছন্নতার সার্বিক দায়িত্ব প্রাপ্ত মোঃ জব্বার মিয়া বলেন, আমরা লোক রেখে পরিষ্কার করাতে গেলে অনেক টাকা ব্যয় হতো। তাই নিজেরাই এই কাজে লেগে মানসিকভাবে শান্তি পাচ্ছি। আজ আমরা পরিষ্কার করেছি, কাল আমাদের পরবর্তী প্রজন্ম করবে। এই মহতি কাজ এভাবেই স্বেচ্ছাশ্রমে যুগযুগ ধরে চলবে, এমনটাই আমরা আশাবাদী। আর এতে অংশগ্রহনকারী সবাইকে ধন্যবাদ জানাই।
দ.ক.সিআর.২৫