নাফিজ মাহমুদ হাওলাদার: অবিরাম বৃষ্টিপাতে বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে শহরের প্রধান সড়ক, কলেজ রোড, পুরাতন বাসস্ট্যান্ড, হাসপাতাল সড়কসহ বেশ কয়েকটি এলাকায় পানি জমে গেছে।
স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই শহরের ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে রাস্তাঘাটে পানি উঠে যায়। এতে সাধারণ পথচারী ও দোকানিদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি নিষ্কাশনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য নতুন ড্রেন নির্মাণ ও পুরাতন ড্রেন পরিষ্কারের কাজ হাতে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এদিকে, জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে উপস্থিতি কমে গেছে বলে জানা গেছে।
দ.ক.সিআর.২৫