সারোয়ার নেওয়াজ শামীম, চুনারুঘাট: পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী অপূর্ব পালের বিচার দাবি করেছে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ হবিগঞ্জ জেলা শাখা।
আজ ৭ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা-এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন ‘নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব রাদের (অপূর্ব পাল) কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিও চিত্র প্রচার করে আরও বড় অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারের কাছে তাঁর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি করেন’ ধর্ম অবমাননা রোধ করতে হলে সর্বোচ্চ শাস্তির আইন করার কোনো বিকল্প নেই উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার কোরআন অবমাননাকারী অপূর্ব রাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে আমরা দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দিতে বাধ্য হব। আমরা যথেষ্ট ধৈর্য দেখিয়েছি। আর ছাড় দেওয়া যাবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা লোকমান ছাদী, সঞ্চালনা করেন মুফতি মহসিন আহমদ ও আবু মুসা সা’দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব মুহিব উদ্দিন আহমেদ সোহেল, আলহাজ্ব শামসুল হুদা, মুফতি মঈন খান তানভীর, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা হুমায়ূন কবির, মাওলানা সোলাইমান গাজী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা এনামুল হক সরদার, হাফেজ মাহমুদুল হাসান মারজান শাহ্, ইঞ্জিনিয়ার মানজুরে হাল্লাজ, হাফেজ বেলাল আহমদ ও শাহ ইমরান কুরাইশী প্রমুখ।
দ.ক.সিআর.২৫