
আজিজুল হক নাসির : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১ন স্থান অধিকার করেছে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী শাশ্বতী দেব শুচি।
গতকাল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত ‘তাৎক্ষণিক অভিনয়’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করার সংবাদ প্রচার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে গর্ববোধ করে অভিনন্দন জানান, চুনারুঘাট উপজেলা প্রশাসন সহ শত শত শুভাকাঙ্ক্ষীরা।
শুচি চুনারুঘাট পৌরসভার হাতুন্ডার বাসিন্দা শ্রীতিন্দ্র চন্দ্র দেব এর কন্যা। তার বাবা চুনারুঘাট উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক। মা রুমা রানী দে। দুই ভাই বোন এর মধ্যে শুচি ২য়।
তার জন্য আশীর্বাদ কামনা করেছেন তার বাবা শ্রীতিন্দ্র চন্দ্র দেব।
দ.ক.সিআর.২৫