
বাহুবল প্রতিমিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সতর্কতামূলক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাহুবল উপজেলার মিরপুর, লামাতাসি ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা আনয়ন ও নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ করা হয়।
এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র যাচাই করে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন/ট্যাক্স টোকেন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৭টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম জানান, জনদুর্ভোগ কমানো, অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা এবং নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি
দ.ক.সিআর.২৫