
ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল
মো: শাহীন আলম, সুনামগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের জামালগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জামালগঞ্জ উপজেলা হেলিপ্যাড মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান দুঃসময়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে হবে।
অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও মো. আজিজুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফেন্দী, সাবেক সভাপতি আব্দুর রব, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাজাহান।
এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান ধন মিয়া, এমদাদুল হক আফেন্দী, মোহাম্মদ আলী, গোলাম রাব্বানী আফেন্দী, ইকবাল হাসান, নুরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সপন, জমিয়ত নেতা আলমগীর হোসেন শামসুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দ.ক.সিআর.২৫