
পারভেজ হাসান, শ্রীমঙ্গল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে এক বিশাল ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল। তিনি তার বক্তব্যে বলেন, “নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক দেশের মেরুদণ্ড। চা বাগানের প্রতিটি শ্রমিকের ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।” তিনি ভোটারদের সচেতন হতে এবং সঠিক প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্ময়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, “চা বাগান এলাকার ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং নির্বাচনের আমেজ পৌঁছে দিতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রশাসন তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে।
সভায় ফুলছড়া চা বাগানের কয়েকশ নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
দ.ক.সিআর.২৫