
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে বাহুবল মডেল থানা পুলিশ। “থাকবে পুলিশ জনপথে, ভোট দিবেন নিরাপদে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, বাসস্ট্যান্ড, ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা ও জনবহুল স্থানে জোরদার করা হয়েছে পুলিশি টহল কার্যক্রম।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথ গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট ও সেখানে কড়া নজরদারি রাখা হচ্ছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন,“নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা। তারা জানান, নিরাপত্তা জোরদার থাকায় নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত বোধ করছেন। স্থানীয়দের মতে, পুলিশের টহল ও কঠোর নজরদারির ফলে নির্বাচনী পরিবেশে স্বস্তি ফিরে এসেছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আশা করছেন।
উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে বাহুবল উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সার্বক্ষণিক তদারকি করছে।
পুলিশের এই সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ ও ভোটাররা। বাহুবল মডেল থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫