
জামাল হোসেন লিটন।। হবিগঞ্জের চুনারুঘাটের সদর, উবাহাটা, আহম্মদাবাগ ও দেওরগাছ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দেখতে পায়
কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কাটা হচ্ছে। এসময় ২টি ট্রাক্টর জব্দ করা হয় এবং উপজেলার ঘনশ্যামপুর গ্রামের শফিকুল ইসলাম (৬২) নামক এক ব্যক্তিকে ১৫(১) ধারা অনুযায়ী ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় ও জিজ্ঞাসাবাদ সুত্রে জানা যায় ঘনশ্যামপুর এলাকায় যে কয়েকজন অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে জড়িত, শফিকুল ইসলাম তাদের মধ্যে অন্যতম।
একইসাথে অপর একটি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকার অপরাধে শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকার ইদ্রিস আলীর পুত্র
মো: সুমন মিয়াকে ৫০০০০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও জিয়াউর রহমান।
দ.ক.সিআর.২৫