
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ-৪ আসনের ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন, তাঁর নির্বাচনী প্রতীক ‘মোমবাতি’–র সমর্থক ও কর্মীদের মামলা, হামলা ও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব অভিযোগ করেন।
লাইভ বক্তব্যে গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “কথা পরিষ্কার—জনগণের রায়কে মূল্যায়ন করতে হবে। আর না হলে দেশপ্রেমিক জনগণ আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে। ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, তাঁর কর্মীদের উদ্দেশ্য করে ‘ডেভিল হান্ট’ চালানোর ভয় দেখানো হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত ও অনিশ্চিত করে তুলছে।
গিয়াস উদ্দিন তাহেরীর দাবি, শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চালানো সত্ত্বেও পরিকল্পিতভাবে তাঁর সমর্থকদের দমন করার চেষ্টা চলছে। তিনি অবিলম্বে এসব হুমকি বন্ধে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন কিংবা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দ.ক.সিআর.২৫