
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব সূত্রে জানা যায়, নিহত জুনাইদ মিয়া একই গ্রামের বাসিন্দা। প্রায় চার বছর আগে বিয়ের পরে তিনি স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গত ২ জানুয়ারি তিনি পিতার বাড়িতে এসে ঘর নির্মাণ করে সেখানে বসবাসের ইচ্ছা প্রকাশ করলে পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
উভয়ের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ছোট ভাই ওবায়েদ মিয়া (২০) একটি ইট দিয়ে জুনাইদ মিয়ার মাথার বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে ওবায়েদ মিয়াকে গ্রেফতার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং গুরুতর অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫