
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ফুটবল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম।
স্থানীয় শীতার্তরা কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীরাও ফুটবল পেয়ে আনন্দিত হয়ে খেলাধুলায় আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে।
দ.ক.সিআর.২৫