
পারভেজ হাসান লাখাই : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ-এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই মনোনয়নপত্র জমা দেন দলীয় নেতৃবৃন্দ।
জি কে গউছ-এর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন—হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম।লাখাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাবিবুল্লাহ বাহার।লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন। লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম। লাখাই উপজেলা বিএনপি এর নির্বাহী সদস্য আবদাল ওয়াদুদ তালুকদার আবদাল। এছাড়াও লাখাই উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানকালে উপজেলা জুড়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা জানান, এই নির্বাচনকে কেন্দ্র করে লাখাইয়ের সাধারণ মানুষের মাঝে হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার আশা জেগেছে।
মনোনয়নপত্র জমা শেষে নেতৃবৃন্দ সংবাদমাধ্যমকে জানান, “জি কে গউছ একজন জননন্দিত নেতা। তার হাত ধরে এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের মুক্তি আসবে। আমরা বিশ্বাস করি, এবার মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।” দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচনের এই প্রক্রিয়া শুরু হওয়ায় পুরো উপজেলার রাজনৈতিক অঙ্গন এখন আনন্দ-উল্লাসে মুখরিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এদিন নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
দ.ক.সিআর.২৫