1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

মীর মো: সাজন, হবিগঞ্জ : ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ২৭ ডিসেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (IDEB) মিলনায়তনে দিনব্যাপী জাতীয় সাংবাদিক সম্মেলন–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এটি ছিল এক গুরুত্বপূর্ণ মিলনমেলা, যেখানে পেশাদার সাংবাদিকতা, অধিকার আদায়, সংগঠনের শৃঙ্খলা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গভীর আলোচনা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারকী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. নিজাম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী মহাসচিব মো. আলমগীর গনি, নীতি নির্ধারকী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার মজুমদার, সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সম্মেলন–২০২৫ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আতিকুর রহমান আজাদ, দপ্তর সচিব রাব্বি মোল্লা, কেন্দ্রীয় প্রচার সচিব এম হোসাইন আহমদ, তথ্যপ্রযুক্তি সচিব নূরনবী সোহেল, সাংগঠনিক সচিব মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব হাজী আমির হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আগত জেলা ও ইউনিট পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা নিজ নিজ এলাকার সাংবাদিকদের সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে মতামত প্রদান করেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। সত্য, ন্যায় ও জনস্বার্থকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের মূল কর্তব্য। এ লক্ষ্যে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব তাঁর বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরে বলেন, ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সংগঠনই সাংবাদিক সমাজকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে পারে। অন্যদিকে নীতি নির্ধারকী পরিষদের সদস্য সচিব সংগঠনের কাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে সকলকে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের প্রথম পর্বের সমাপ্তিতে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা জনাব আলতাফ হোসেন-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আবেগঘন পরিবেশে সংগঠনের পথচলার ইতিহাস স্মরণ করেন।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
জাতীয় সাংবাদিক সম্মেলন–২০২৫ প্রমাণ করেছে যে, ঐতিহ্য ও আদর্শকে ধারণ করে শৃঙ্খলাবদ্ধ সংগঠনের মধ্য দিয়েই সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার আদায় ও পেশাগত মর্যাদা রক্ষা করতে পারে। এই সম্মেলন সাংবাদিকদের দায়িত্ববোধকে আরও শাণিত করবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট