
মহিবুর তালুকদার শিবলু, সীমান্ত প্রতিনিধি : হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস, ঔষধ, গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) আটক করেছে। যার সর্বমোট সিজার মূল্য ১ কোটি ১৫ লক্ষ ২৭ হাজার ৩৫০ টাকা।
৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সাতছড়ি তেলিয়াপাড়া রোডে ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটার মধ্যে সন্দেহজনক একটি মিনিট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশী করে ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স যেমন ক্লোপজি ক্রীম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার, রং ফর্সাকারী নিম্নমানের ক্রীম এবং বিপুল পরিমাণ অবৈধ ঔষুধ আটক করে যার মূল্য প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকার অধিক।
এছাড়াও, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক সময় বিকাল চারটায় সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ফরেস্ট এলাকা নামক স্থানে গোপনে টহল পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত হতে একটি গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে আসার প্রাক্কালে বিজিবির টহলদল ধাওয়া করলে ভারতীয় গরু এবং সাথে থাকা ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র (হাসুয়া) রেখে দৌড়ে পালিয়ে যায়। অত:পর ঘটনাস্থল হতে মালিকবিহীন অবস্থায় ০১ টি ভারতীয় গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭৩ হাজার ৮৫০ টাকা।
জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান।
দ.ক.সিআর.২৫