
আমরা যখন চারদিকে শুধু ব্যবসার খবর শুনি, তখন ডা. কামরুল ইসলামের মতো মানুষরা আমাদের শেখান—মানুষ মানুষের জন্য।
সম্প্রতি একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন প্রখ্যাত ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক ডা. কামরুল ইসলাম। তিনি দীর্ঘ ১৫ বছরে ২,০০০ কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেছেন একদম বিনামূল্যে!
সাধারণত একটি কিডনি প্রতিস্থাপনের সার্জন ফি বাবদ ১ লাখ টাকা ধরা হলেও, এই ২,০০০ অস্ত্রোপচারে তিনি প্রায় ২০ কোটি টাকারও বেশি ফি নিতে পারতেন। কিন্তু তিনি একটি টাকাও নেননি।
তিনি ও তাঁর প্রতিষ্ঠান ‘সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতাল’ স্বল্পমূল্যে এবং পরম মমতায় রোগীদের চিকিৎসা দিয়ে আসছে। শুধু অপারেশন নয়, ফলো-আপ চিকিৎসাতেও তিনি রোগীদের সর্বোচ্চ সহযোগিতা করেন।
আমাদের দেশে যখন চিকিৎসার জন্য সাধারণ মানুষকে হিমশিম খেতে হয়, তখন ডা. কামরুল ইসলামের মতো নির্লোভ মানুষরা আশার আলো দেখান। তিনি প্রমাণ করেছেন যে, চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি পরম ইবাদত এবং মানবসেবা।
স্যালুট ডা. কামরুল ইসলাম স্যার! আপনি বাংলাদেশের গর্ব। আপনার এই মানবিক যাত্রা দীর্ঘজীবী হোক।
দ.ক.সিআর.২৫