
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৪৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গাঁজা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হবে এই সংবাদের প্রেক্ষিতে বাল্লা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বনগাঁও নামক এলাকায় ঝোপঝাড়ের মধ্যে টহল পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত হতে বস্তার ভিতরে করে গাঁজা নিয়ে আসার প্রাক্কালে টহলরত অবস্থায় বিজিবি সদস্য দেখামাত্র চোরাকারবারীরা গ্রেফতারের ভয়ে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে বস্তার ভিতর হতে মালিকবিহীন ৪৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
দ.ক.সিআর.২৫