1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন

হাদীর রক্ত, বাঙালির বিবেক এবং একটি বিষাক্ত নীল নকশা

পারভেজ হাসান, লাখাই
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

ফেসবুকের নিউজফিড আজ যেন এক বিশাল শোকবই। স্ক্রল করলেই ভেসে উঠছে একটি মুখ—হাদী। যে মানুষটি কয়েকদিন আগেও সজীব ছিল, আজ সে নিথর। তার এই অকাল চলে যাওয়া পুরো বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের এই সমাজ নিয়ে অনেক সমালোচনা থাকলেও, একটি বিষয়ে আজ আর কোনো সন্দেহ নেই—বাঙালি আজও খাঁটি মানুষের কদর করতে জানে, সত্যের জন্য লড়তে জানে।

হাদীর এই নিথর দেহ আজ কেবল একটি মৃত্যুর সংবাদ নয়, বরং এটি একটি জ্বলন্ত প্রতিবাদ। নিউজফিড জুড়ে যে হাহাকার, যে ঘৃণা বিষাক্ত রাজনীতির বিরুদ্ধে—তা আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে। আমরা কি তবে কেবল লাশ হওয়ার জন্যই জন্মেছি?

কিছু কুলাঙ্গার, যারা ক্ষমতার দাবার গুটিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তারা হাদীকে দংশন করেছে। তাদের চোখে হাদী হয়তো কেবল একটি সংখ্যা ছিল। তারা ভেবেছিল, একজনকে সরিয়ে দিলেই বুঝি তাদের ‘নীল নকশা’ সফল হবে, দেশটাকে অন্ধকারে ঠেলে দেওয়া সহজ হবে। কিন্তু তারা মস্ত বড় ভুল করেছে। তারা জানত না যে, একজন হাদিকে অন্যায়ভাবে কেড়ে নিলে সেই রক্তের প্রতিটি ফোঁটা থেকে কোটি হাদী জন্ম নেয় রাজপথে, প্রতিটি মানুষের ডিজিটাল দেয়ালে।

রাজনীতির মঞ্চ সাজাতে যারা লাশের অপেক্ষা করে, তাদের জেনে রাখা ভালো—বাঙালি জাতি আবেগপ্রবণ হতে পারে, কিন্তু তারা জহুরি। তারা হীরা আর কাঁচের পার্থক্য বোঝে। হাদির প্রতি এই যে জনজোয়ার, এই যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা—এটা প্রমাণ করে যে আমাদের হৃদয়ে আজও দেশপ্রেম আর মনুষ্যত্ব অবশিষ্ট আছে।

হাদীর ছোট্ট সন্তানটি আজ এতিম, তার স্ত্রীর লাল শাড়ি পরা স্বপ্নগুলো আজ ধুলোয় মিশে গেছে। এই কান্নার প্রতিটি ফোঁটা যারা ঝরিয়েছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। ক্ষমতার লোভে যারা অন্ধ, তারা হয়তো আয়নায় নিজেদের বীর মনে করে, কিন্তু জনতার চোখে তারা কেবলই ঘৃণ্য ‘নরপিশাচ’।

বাংলাদেশ কি কোনোদিন আমাদের একটু নিরাপত্তা দিতে পারবে না? আমরা কি কেবল একেকজন হাদির মৃত্যুর পর শোকগাথা লিখব? সময় এসেছে এই অপরাজনীতির বিষদাঁত ভেঙে দেওয়ার। ষড়যন্ত্রকারীদের নীল নকশা চুরমার করে দেওয়ার জন্য এই জনজোয়ারই যথেষ্ট।
হাদী নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর তার মৃত্যুর প্রতি এই গণ-আবেগ আমাদের শিখিয়ে দিচ্ছে—অন্যায়ের কাছে মাথা নত না করাই বাঙালির প্রকৃত পরিচয়। ষড়যন্ত্রকারীদের পরাজয় নিশ্চিত, কারণ সত্যের জয় অনিবার্য।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট