
পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই থানা পুলিশের বিশেষ ‘ডেভিলহান্ট’ অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লিঠন মিয়া (৪০) উপজেলার ৫নং করাব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান সভাপতি এবং সিংহগ্রামের মোঃ দুলন মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হকের নির্দেশনায় এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। উপজেলার সিংহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লিঠন মিয়ার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘ নজরদারির পর গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) তাকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।”
উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দ.ক.সিআর.২৫