
গতকাল ২০ ডিসেম্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার কথা।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্দেশনা পালন করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার আগে থেকেই সবাইকে অবগত করার পরেও এই উদাসীনতা কেন?
যেখানে উপজেলার অন্যান্য প্রতিষ্ঠান জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করছে, সেখানে একটি সরকারি স্কুলের এমন আচরণ জাতির জন্য লজ্জাজনক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এর সুষ্ঠু তদন্ত চাই।
দ.ক.সিআর.২৫