1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন নির্বাচনী নিরাপত্তায় অভিযান শুরু, চুনারুঘাটে সেনাবাহিনীর টহল জোরদার

চুনারুঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে প্রাণিসম্পদ প্রকল্পের অনুদান বিতরণ 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ জসিম মিয়া চুনারুঘাট : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব আবু তাহের মোহাম্মদ জাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবু সুফিয়ান, সম্মানিত মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. বিবেক চন্দ্র রায়, অধ্যক্ষ, লাইভস্ট ট্রেনিং ইনস্টিটিউট, সিলেট; ড. অসীম কুমার দাস, প্রকল্প পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্প; মোঃ নুরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার, হবিগঞ্জ; মোঃ শহিদুল ইসলাম, উপপরিচালক, জেলা দুগ্ধ খামার, সিলেট; শরীফুল আলম, জেলা মৎস্য অফিসার, হবিগঞ্জ; ভেটেরিনারি অফিসার, হবিগঞ্জ; উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, হবিগঞ্জ; জেলা ট্রেনিং অফিসার, সিলেট; অধ্যক্ষ ফারুক উদ্দিন সভাপতি চুনারুঘাট প্রেসক্লাব; বিভিন্ন দপ্তরের প্রধানগণ, চা বাগানের ম্যানেজার (চান্দপুর ও লস্করপুর), বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, চুনারুঘাট। তিনি তার বক্তব্যে জানান, এ পর্যন্ত প্রকল্পের আওতায় ৫০১৯টি পরিবারকে সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরে আরও ৮৯৭টি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বেসলাইন জরিপ অনুযায়ী প্রায় ২০০০টির অধিক পরিবার এখনো সুবিধাবঞ্চিত রয়েছে। বিদ্যমান প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে এসব পরিবারকে অন্তর্ভুক্ত করা গেলে তাদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়ন সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সচিব আবু তাহের মোহাম্মদ জাবের বলেন, গ্রাম পর্যায়ে প্রাণিসম্পদ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ইউনিয়ন প্রাণিসম্পদ সেবা কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই ভেটেরিনারি সেবা, প্রশিক্ষণ ও পরামর্শ পাবে, যা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মোঃ আবু সুফিয়ান বলেন, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর টেকসই উন্নয়নে প্রাণিসম্পদ খাত অত্যন্ত সম্ভাবনাময়। সরকারের সহায়তা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি, পুষ্টির উন্নয়ন এবং জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে। তিনি প্রাণীর রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য জনগণকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আসার আহ্বান জানান।

প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস তার বক্তব্যে প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে প্রকল্প সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ড. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস বলেন, আজকের ছাগল বিতরণ অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি চুনারুঘাট উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আশা ও স্বপ্নের প্রতীক।

অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে অনুদান হিসেবে প্রত্যেক পরিবারকে ২টি করে ছাগল, ৫০ কেজি ছাগলের খাদ্য, ৫টি প্লাস্টিক ফ্লোরম্যাট, ৪টি খুঁটি ও ২টি করে ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণকালে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট