
জিয়াউর রহমানর (সাজন ) শায়েস্তগঞ্জ :
রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শায়েস্তাগনজ নতুন বিজ পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ছাত্র শক্তি।
শুক্রবার বাদ জুম্মা শহরের নতুন বিজ গোল চত্বর এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সাধারণ জনগন।
হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্র জমিয়তের পক্ষে নতুন বিজ গোল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়ত জুলাই বিপ্লবের অন্যতম যুদ্ধারা এছাড়াও এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা শহীদ ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ২০২৪ শের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বরদের স্তব্ধ করে দিতেই পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
বক্তারা অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িত ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। এবং ভারতের আধিপত্যবাদ বিস্তারের যেকোন অপচেষ্টা প্রতিহত করা এবং ভারতীয় সকল ধরনের পণ্য বর্জনের আহবান জানান। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
দ.ক.সিআর.২৫