
মোঃ শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রংপুর মহানগর যুবদল স্বাগত মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর ৩৩টি ওয়ার্ডের নেতা কর্মীদের অংশগ্রহণে টাউন হল চত্বর থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর যুবদলের আহব্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ম আহব্বায়ক জহির আলম নয়ন এর নেতৃত্বে স্বাগত মিছিলটি পুনরায় টাউন হলে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ প্রমুখ।
স্বাগত মিছিল শেষে যুবদলের নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পতনে তারেক রহমান অগ্রনী ভূমিকা পালন করেছে। সূদূর লন্ডন থেকে তার নির্দেশে দলের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে কাজ করেছে। চলমান সংকটময় মুহূর্তে দেশের ক্রান্তি কালে গণতন্ত্রের উত্তরন ঘটাতে অনতিবিলম্বে জাতির সামনে আস্থার প্রতীক হিসেবে তারেক রহমানের উপস্থিতি অতীত গুরুত্বপূর্ণ ও জরুরি। বিগত ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্ব উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। তিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত ও বাক স্বাধীনতা ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
আগামী ২৫ ডিসেম্বর তাকে বরণ করে নেয়ার জন্য সারাদেশের মানুষ সবসময় প্রস্তুত । আমাদের প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনক্ষণ গুনছি। কখন তিনি দেশে এসে পৌঁছাবেন। তিনি দেশে এসে জাতির কন্ঠসর হয়ে তাদের মনের আকাঙ্খা পূরণে সময়োপযোগী দায়িত্ব গ্রহণ করবেন।
স্বাগত মিছিল শেষে মহানগর যুবদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টাউন হল অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দ.ক.সিআর.২৫