
লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান ডেভিলহান্ট’ এ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এসআই প্রণয় কুমার সরকার, এএসআই আব্দুল হাকিমসহ পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃতরা হলেন আতাউর রহমান (৪০) তিনি ৫নং করাব ইউনিয়ন যুবলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি এবং করাব গ্রামের মৃত মরম আলীর ছেলে। তাকে উপজেলার কদমতলী বাজার থেকে গ্রেফতার করা হয়।মোঃ মহিবুর রহমান (৫৩) তিনি ১নং লাখাই ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পশ্চিম রুহিতনশী গ্রামের মৃত আব্দুল নুর মুন্সীর ছেলে। তাকে উপজেলা গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ধৃত আসামিরা গত ১৫ ডিসেম্বর দায়েরকৃত লাখাই থানার একটি মামলার (মামলা নং-০৮) তদন্তে প্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক জানান, “জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ‘ডেভিলহান্ট’ অভিযান চলছে। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট মামলার আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”.
দ.ক.সিআর.২৫