
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজানগর ও হরিতলা গ্রামের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ হঠাৎ উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
দ.ক.সিআর.২৫